Reducing Color Lab Dip Rejection Archives – colorscienceacademy https://colorscienceacademy.com/pantone/reducing-color-lab-dip-rejection/ colorscienceacademy Sun, 03 Mar 2024 05:00:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://colorscienceacademy.com/wp-content/uploads/2024/01/cropped-download__17_-removebg-preview-32x32.png Reducing Color Lab Dip Rejection Archives – colorscienceacademy https://colorscienceacademy.com/pantone/reducing-color-lab-dip-rejection/ 32 32 Reducing Color Lab Dip Rejection: Object (Part-02) https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-object/ https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-object/#respond Sun, 03 Mar 2024 05:00:25 +0000 https://colorscienceacademy.com/?p=5003 একটি কালার সঠিক ভাবে এভালুয়েশন করার জন্য অবজেক্ট কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ। অবজেক্ট এর ব্যাপারে সতর্ক থাকলে অনেক ক্ষেত্রে ল্যাব ডিপ রিজেকশন করা যায়। ১. ষ্ট্যাণ্ডার্ড এবং ল্যাব ডিপ অবজেক্ট এর Construction একই রাখুন। (যেমনঃ ষ্ট্যাণ্ডার্ড যদি ১৪০ GSM Single Jersey ফেব্রিক হয় তবে ল্যাব ডিপও সেইম ফেব্রিক রাখুন) ২. খুব পাতলা ফেব্রিক হলে (যার […]

The post Reducing Color Lab Dip Rejection: Object (Part-02) appeared first on colorscienceacademy.

]]>
একটি কালার সঠিক ভাবে এভালুয়েশন করার জন্য অবজেক্ট কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ। অবজেক্ট এর ব্যাপারে সতর্ক থাকলে অনেক ক্ষেত্রে ল্যাব ডিপ রিজেকশন করা যায়।

১. ষ্ট্যাণ্ডার্ড এবং ল্যাব ডিপ অবজেক্ট এর Construction একই রাখুন। (যেমনঃ ষ্ট্যাণ্ডার্ড যদি ১৪০ GSM Single Jersey ফেব্রিক হয় তবে ল্যাব ডিপও সেইম ফেব্রিক রাখুন)

২. খুব পাতলা ফেব্রিক হলে (যার মধ্যে দিয়ে আলো পাস হয়) কয়েকটি ভাঁজ করে তারপর কালার দেখুন।

৩. কালার দেখার সময় ফেব্রিক বা ইয়ার্ন এর স্যাম্পল allignment একই দিকে রাখুন।

৪. স্যাম্পল এর সারফেস মসৃণ না হলে আলোর রিফ্লেকশান সঠিক ভাবে হয় না যা কালার দেখার সময় এফেক্ট করে। বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

৫. ব্রাশ করা সহ ফ্লুরোসেন্ট কালার দেখার সময় চকচকে ভাব (Glossy ) avoid করতে হবে।

৬. পাশ থেকে কোন সহকারীর কমেন্ট করা থেকে বিরত রাখবেন। যিনি ডিরেক্ট চোখের সামনে রেখে কালার দেখছেন শুধুমাত্র তার কমেন্ট বিবেচনায় রাখতে হবে।

৭. পেপার, থ্রেড, বাটন, লেদার, মেটাল, প্ল্যাস্টিক ইত্যাদি ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালস এর সাথে কালার ম্যাচ করা সহজ নয়। তবে চেষ্টা করতে হবে এগুলোর অ্যাপ্লিকেশান কন্সিডার করে ম্যাচিং করা। তবে সবাইকে এর লিমিটেশন মেনে নিতে হবে।

এই সিরিজের পূর্বের পোস্টগুলো লিংক দেওয়া হল:

প্রথম পর্ব: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-light/

The post Reducing Color Lab Dip Rejection: Object (Part-02) appeared first on colorscienceacademy.

]]>
https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-object/feed/ 0
Reducing Color Lab Dip Rejection: Light (Part-01) https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-light/ https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-light/#respond Sun, 03 Mar 2024 04:51:17 +0000 https://colorscienceacademy.com/?p=4991 কোন বস্তুর কালার দেখতে হলে কমপক্ষে তিনটি উপাদান লাগবে। আলোর উৎস, ব্যক্তি/ আলোকচিত্রগ্রহণযন্ত্র, এবং বস্তু। কোন বস্তুর উপর আলো এসে পড়লে ঐ বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। তখনই আমরা কোন কালার দেখতে পাই। তাই, এই তিনটি উপাদানের যে কোন একটি Missing হলে আমরা আর ঐ কালার দেখতে পাবো না। এর মধ্যে সবচেয়ে […]

The post Reducing Color Lab Dip Rejection: Light (Part-01) appeared first on colorscienceacademy.

]]>
কোন বস্তুর কালার দেখতে হলে কমপক্ষে তিনটি উপাদান লাগবে। আলোর উৎস, ব্যক্তি/ আলোকচিত্রগ্রহণযন্ত্র, এবং বস্তু।

কোন বস্তুর উপর আলো এসে পড়লে ঐ বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। তখনই আমরা কোন কালার দেখতে পাই। তাই, এই তিনটি উপাদানের যে কোন একটি Missing হলে আমরা আর ঐ কালার দেখতে পাবো না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লাইট সোর্স!
ল্যাব ডিপ বার বার রিজেক্ট হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লাইট সোর্স !

সমাধানের জন্য কয়েকটি টিপস ফলো করতে পারেন:-
১. বায়ার এবং আপনার স্ট্যান্ডার্ড লাইট সোর্স ফিক্সড করুন। যেমন: D-65, TL-84, CWF ইত্যাদি।
২. ভালো মানের লাইট কেবিনেট এ কালার এসেসমেন্ট করুন।
৩. লাইট কেবিনেট ডার্ক রুমে রাখুন।
৪. লাইট সোর্স নিয়মিত ক্যালিব্রেশন করুন।
৫. লাইট সোর্সের কালার টেম্পারেচার, লাক্স, কালার রেন্ডারিং ইনডেক্স নিশ্চিত হয়ে নিন।

The post Reducing Color Lab Dip Rejection: Light (Part-01) appeared first on colorscienceacademy.

]]>
https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-light/feed/ 0