Reducing Color Lab Dip Rejection: Metamerism (Part-04)

এককভাবে ৫০% এর উপর ল্যাব ডিপ রিজেক্ট হয় ম্যাটামেরীজম সমস্যার কারণে। এই সমস্যাটা কালার ইন্ডাস্ট্রিতে কাজ করেন সকলকেই প্রতিনিয়ত কমবেশি ফেস করতে হয়। ম্যাটামেরীজম সমস্যার সমাধান করা আর চার পাঁচটা সাধারণ সমস্যার মত সহজ কাজ নয়। এই সমস্যা কখনই সম্পূর্ণ সমাধান যেমন সম্ভব নয়, তেমনি এই সমস্যাটাকে এড়িয়ে যাওয়া ও অসম্ভব। তবে, সঠিক কালার নলেজ জানলে এই সমস্যাকে কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব। চলুন, এই সমস্যা সমাধানের কিছু টিপস দেখে নেয়া যাক।
১. কম ম্যাটামেরীজম সম্পন্ন ডাইস ব্যবহার করতে হবে।
২. ট্রাইএঙ্গেল সিলেকশন করার সময় (যে তিনটি ডাইস দিয়ে ডাইং রেসিপি করা হয়) কম ম্যাটা আছে এমন ট্রাইএঙ্গেল সিলেকশন করতে হবে।
৩. কালার স্পেস এ ছোট এরিয়া সম্পন্ন গামাট সিলেকশন করতে হবে।
৪. বায়ার এবং সফ্লাইয়ারকে স্ট্যান্ডার্ড লাইট সোর্স ব্যবহার করতে হবে।
৫. স্ট্যান্ডার্ড সোয়াচ এবং স্যাম্পল, উভয়ের কনস্ট্রাকশন, ফাইবার কনটেন্ট, টাইপ ইত্যাদি একই হতে হবে।
৬. ফিনিশিং এজেন্ট কিংবা ওয়াশিং এফেক্ট এর ব্যাপারে সচেতন থাকতে হবে।

এই সিরিজের পূর্বের পোস্টগুলো লিংক দেওয়া হল:

Part-01: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-light/

Part-02: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-object/

Part-03: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-observer/

Share:
Scroll to Top