Reducing Color Lab Dip Rejection: Light (Part-01)

কোন বস্তুর কালার দেখতে হলে কমপক্ষে তিনটি উপাদান লাগবে। আলোর উৎস, ব্যক্তি/ আলোকচিত্রগ্রহণযন্ত্র, এবং বস্তু।

কোন বস্তুর উপর আলো এসে পড়লে ঐ বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। তখনই আমরা কোন কালার দেখতে পাই। তাই, এই তিনটি উপাদানের যে কোন একটি Missing হলে আমরা আর ঐ কালার দেখতে পাবো না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লাইট সোর্স!
ল্যাব ডিপ বার বার রিজেক্ট হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লাইট সোর্স !

সমাধানের জন্য কয়েকটি টিপস ফলো করতে পারেন:-
১. বায়ার এবং আপনার স্ট্যান্ডার্ড লাইট সোর্স ফিক্সড করুন। যেমন: D-65, TL-84, CWF ইত্যাদি।
২. ভালো মানের লাইট কেবিনেট এ কালার এসেসমেন্ট করুন।
৩. লাইট কেবিনেট ডার্ক রুমে রাখুন।
৪. লাইট সোর্স নিয়মিত ক্যালিব্রেশন করুন।
৫. লাইট সোর্সের কালার টেম্পারেচার, লাক্স, কালার রেন্ডারিং ইনডেক্স নিশ্চিত হয়ে নিন।

Share:
Scroll to Top