Reducing Color Lab Dip Rejection: Delta Value Comparion (Part-07)

🔺️L,🔺️C,🔺️H নাকি🔺️L,🔺️a,🔺️b; কোনটি অধিকতর গ্রহণযোগ্য?
🔺️LAB কিংবা 🔺️LCH, কালার এসেসমেন্ট এর ক্ষেত্রে কোনটি বেশি কার্যকরী ফলাফল দিয়ে থাকে?
প্রথমে বুঝতে হবে শুধুমাত্র 🔺️LAB আমরা কি কি বিষয় জানতে পারি।
১. 🔺️L দিয়ে আমরা দুটি কালারের মধ্যকার darkness কিংবা lightness বুঝতে পারি।
২. 🔺️a এবং 🔺️b দিয়ে দুটি কালারের মধ্যকার hue কিংবা tone (যেমন Redder/Greener কিংবা Yellower/Bluer) বুঝতে পারি।
কিন্তু, 🔺️LAB এর কোনোটাই দিয়ে brightness কিংবা dullness অর্থাৎ Chroma বুঝা যায় না। Chroma বুঝতে গেলে অবশ্যই 🔺️C বুঝতে হবে।
একটি কালার ডিজিটাল রিপোর্টের ভিত্তিতে পাশ দিতে হলে 🔺️LAB এর পাশাপাশি 🔺️LCH বুঝা জরুরি। কারণ, অনেক সময় কালারের Lightness এবং Hue ভালো থাকলেও Chroma খারাপ থাকার কারণে একটি কালার fail হতে পারে।
Share:
Scroll to Top