H&M Color Guideline: The Color Coding System & Color Wheel (Part-01)

🌈 H&M বাংলাদেশের টেক্সটাইলে সর্বাধিক পরিচিত একটি নাম। ২০২২-২৩ অর্থবছরে H &M বাংলাদেশ থেকে প্রায় $৩.৮ বিলিয়ন ডলারের পোশাক ক্রয় করে(BGMEA) যা বাংলাদেশের টোটাল গার্মেন্টস এক্সপোর্টের ৮.২% । এই বিশাল পরিমান পোশাকের কোয়ালিটি কন্ট্রোল করার জন্য H&M তার সাফ্লাইয়ারকে বিভিন্ন রকমের গাইডলাইন দিয়ে থাকে। কালার কোয়ালিটি কন্ট্রোল করার জন্য H &M এর একটি সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। @Color Science Academy এর মাধ্যমে সেই গাইডলাইন নিয়ে একটি সিরিজ পোস্টার মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।😊

কালার হুইল: 🎨 H&M এর ওয়ার্ক অর্ডার সীটে নির্দিষ্ট কিছু কালার কোড মেনসন করা থাকে। যেমন: ১০-১০০, ০৯-০৯০, ৫২-১০১, ৯৫-২১১ ইত্যাদি। দীর্ঘদীন কাজ করার কারণে কোন কোড দ্বারা কি কালার হবে তা অনেকেরই মুখস্ত হয়ে গেছে। একটি নির্দিষ্ট কালার কোড দ্বারা কোন কালারকে বুঝায় তা জানার জন্য প্রথমে জানতে হবে H &M এর কালার হুইল কি?

H &M এর কালার কোড সবসময় ৫ ডিজিট হয়ে থাকে। প্রথম দুই ডিজিট নির্ধারণ করে এটি কোন কালার গ্রূপের মধ্যে পড়বে। ইমেজের মাধ্যমে দেখানো কালার হুইল এ সর্বমোট ৮ টি গ্রূপ রয়েছে। প্রতিটি গ্রূপের আবার ৯ টি করে সাব গ্রূপ রয়েছে। ৯টি সাব গ্রূপের মধ্যকার যে কালার রয়েছে সেই কালারের নামে ওই কালার গ্রূপের নাম করুন করা হয়। প্রতিটি সাব গ্রূপ আবার ৯৯ টি কালার ধারণ করে থাকে। উদাহরণ স্বরূপ চিত্র অনুযায়ী ২০ দ্বারা ইয়েলো কালার গ্রূপকে নির্দিষ্ট করে। ২০ থেকে ২৯ পর্যন্ত কালারগুলো সবই ইয়েলো থেকে জেনারেটেড কালার। এই গ্রূপে ৯টি সাব গ্রূপ রয়েছে। এর মধ্যে সেন্টারে রয়েছে ২৫ যা কিনা পিউর ইয়েলো কালার। এই জন্য এই গ্রূপের নাম ইয়োলো।

কালার হুইল ফিনিশিং: H&M এর কালার হুইলে ৮ টি কালার গ্রূপ রয়েছে, এই কালার গ্রূপগুলোকে প্রথম ২ ডিজিট ২০ থেকে ৯৯ পর্যন্ত হতে পারে। এছাড়াও আরো ২টি নিউট্রাল গ্রূপ রয়েছে। নিউট্রাল গ্রূপের কালারগুলোর প্রথম দুই ডিজিট ০১ থেকে ১৯ পর্যন্ত হয়। কালার এবং নিউট্রাল গ্রূপের মধ্যে পার্থক্য হলো, কালার গ্রূপ গুলোতে পিউর কালার থাকে অর্থাৎ রঙিন কালার গুলো থাকে, আর নিউট্রাল গ্রূপে সাধারণত সাদা-কালো কালার থাকে।

H&M এর প্রতিটি কালার কোড ৫ ডিজিটের হয়ে থাকে। ১ম ২টি ডিজিট দিয়ে এটি কোন ধরণের কালার হবে তা বুঝা যায়। যেমন: ৫৫-১০১ এর ৫৫ দ্বারা Pink কালার কিংবা ৯৫-৩১১ এর ৯৫ দ্বারা Green কালার বুঝা যায়. পরের ৩ ডিজিট এর মধ্যে ১ম টি (অর্থাৎ ৩ নাম্বার ডিজিট) দ্বারা ওই কালারের Sasuration কে বুঝায়। এই Sasuration মানে হলো Brightness বা উজ্জ্বলতা। কোন একটি নির্দিষ্ট কালার কতটুকু উজ্জ্বল তা Sasuration দ্বারা বুঝা যায়। অন্যভাবে বলতে গেলে, Sasuration হলো একটি কালার কতটুকু কালারফুল বা রঙিন। যে কালার যত বেশি রঙিন তার Sasuration ভ্যালু তত বেশি।

H &M কালার কোডের ৩ নাম্বার ডিজিট এই সংখ্যা ১ থেকে ৩ পর্যন্ত হয়। ১ মানে হলো সবচেয়ে কম উজ্জ্বল বা রঙিন, ২ মানে হলো মিডিয়াম উজ্জ্বল বা রঙিন, ৩ মানে হলো সর্বোচ্চ উজ্জ্বল বা রঙিন। শেষের ২ ডিজিট দ্বারা সিরিয়াল নাম্বার বুঝানো হয়। এটি ১ থেকে ৯৯ পর্যন্ত হয়। এবার একটি উদাহরণ দেয়া যাক। ৫৩-১০১ একটি Pink কালার। যেহেতু ৫০-৫৯ এই পর্যন্ত Pink কালারের গ্রূপ, সেহেতু ৫৩ একটি Pink টাইপের কালারই হবে। (এই গ্রূপের পিউর Pink কালার হলো ৫৫) .

এবার ১০১ প্রথম ১ মানে হলো এই কালারটি কম উজ্জ্বল, এটি যদি ২ হতো তবে মিডিয়াম উজ্জ্বল হতো, যদি ৩ হতো তবে সর্বোচ্চ উজ্জ্বল হতো। শেষের ২ ডিজিট ০১ থেকে শুরু করে ৯৯ পর্যন্ত হতে পারে। শেষের ২ ডিজিটের সংখ্যার পরিবর্তনের সাথে সাথে কালারটি ও হালকা পরিবর্তন হতে থাকে।

পরবর্তী পোস্টে H &M এর কালার স্যান্ডার্ড নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।

Share:
Scroll to Top