What is the difference between Metamerism and Flare?

🎨মেটামেরিজম (Metamerism) ও ফ্লেয়ার (Flare) এর মধ্যে পার্থক্য কি?

 

🟢মেটামেরিজম (Metamerism): একটি স্ট্যান্ডার্ড এর সাথে একটি স্যাম্পল যখন একটি নির্দিষ্ট লাইটে ম্যাচ থাকে, কিন্তু অন্য কোনো লাইটে পার্থক্য দেখায় তখন তাকে মেটামেরিজম বলে। যেমন : একটি রেড কালারের স্ট্যান্ডার্ড এর সাথে রেড কালারের স্যাম্পল ব্যাচ D৬৫ লাইটে খুব ভালো ম্যাচিং রয়েছে। কিন্তু, TL-৮৪ লাইটে ম্যাচিং নেই। কালারের এই পরিবর্তনকেই মেটামেরিজম বলা হয়। 🎯

 

🔴 Flare (ফ্লেয়ার): যখন কোন একটি নির্দিষ্ট কালার একটি নির্দিষ্ট লাইট থেকে অন্য একটি নির্দিষ্ট লাইটে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা হয়, তখন তাকে ফ্লেয়ার বলা হয়। যেমন: D-৬৫ লাইটে একটি নির্দিষ্ট রেড কালার যখন TL-৮৪ এ দেখা হয়, তখন কিছুটা বা অনেকটাই পরিবর্তিত হয়ে অরেঞ্জ অথবা অন্য কোন কালার হতে পারে। কালারের এই পরিবর্তন কেই ফ্লেয়ার বলা হয়। 🔄

 

🚨মনে রাখতে হবে যে, মেটামেরিজম বলার জন্য অবশই একটি স্ট্যান্ডার্ড এবং একটি স্যাম্পল এর উপস্থিতি অত্যাবশ্যক। দুটি অবজেক্টের কালারের মধ্যকার পাৰ্থক্য ভিন্ন ভিন্ন লাইটে ভিন্ন ভিন্ন হলেই মেটামেরিজম বলা যাবে। আর যদি একটি কালার হয়, যার সাথে অন্য কোন অবজেক্ট এর কালার স্যাম্পল বা স্ট্যান্ডার্ড হিসাবে না থাকে, তবে ওই নির্দিষ্ট কালার যখন ভিন্ন ভিন্ন লাইটে ভিন্ন ভিন্ন কালার প্রদর্শন করবে, তখনি তাকে ফ্লেয়ার বলা যাবে।

 

🎯মেটামেরিজম কন্ট্রোল করা অনেক সময় আমাদের হাতে থাকে না। কারণ, আমাদের বায়ার কিংবা কাস্টমার আমাদেরকে যে স্ট্যান্ডার্ড প্রদান করবে, তার কারণেই বেশিরভাগ সময় মেটামেরিজম সৃষ্টি হয়। তবে, আমরা ফ্লেয়ার কন্ট্রোল করতে পারি। ভালো ডাইস কিংবা পিগমেন্ট, যেটা দিয়ে ট্রাইএঙ্গেল বা রেসিপি তৈরী করলে ফ্লেয়ার খুব কম হয়, সেই রকম ডাইস কিংবা পিগমেন্ট সিলেকশন করতে পারলে আমাদের দিকটা কন্ট্রোল করা সম্ভব। এতে করে, আমাদের কারণে মেটামেরিজম সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না।

 

যদিও, ফ্লেয়ার কিংবা মেটামেরিজম জিরো করা সম্ভব নয়, তবে সঠিক নলেজ দিয়ে অনেকটাই কন্ট্রোল করা সম্ভব।

 

🎨 What is the difference between Metamerism and Flare?

🟢 Metamerism:
Metamerism occurs when a sample matches a standard under a specific light source but appears different under another light source. For example, if a red-colored sample matches perfectly with a red standard under D65 light but does not match under TL-84 light, this change is called Metamerism. 🎯

🔴 Flare:
Flare occurs when a single color shows significant changes when viewed under different light sources. For example, if a specific red color under D65 light looks orange or another color under TL-84 light, this color shift is called Flare. 🔄

🚨 Key Difference:
For Metamerism to occur, both a standard and a sample must be present. If two objects display different colors under different light sources, it is called Metamerism. On the other hand, if there is only one color, and it shifts across different light sources without a comparison to another standard or sample, it is considered Flare.

🎯 Controlling Metamerism and Flare:
Controlling Metamerism is often out of our hands because it mainly depends on the standards provided by buyers or customers. However, Flare can be controlled. By selecting high-quality dyes or pigments that show minimal flare when creating a recipe, it is possible to minimize this issue from our end, ensuring that we don’t contribute to Metamerism.

While it may not be possible to completely eliminate Metamerism or Flare, with the right knowledge, we can control them to a large extent.

Share:
Scroll to Top