Balancing Individual Perception with Systematic Management

কোন ব্যক্তি কালার দেখা এবং কালারের সিদ্বান্ত নেয়ার সময় নিজের সক্ষমতা এবং দক্ষতাকে কাজে লাগায়। ম্যানুফেক্ট্যুরিং ইন্ডাস্ট্রিতে, এই ধরণের ব্যক্তি নির্ভরতা কাস্টমার, সাফ্লাইয়ার এবং প্রোডাক্শন এর জন্য একটি চরম ঝুঁকি এবং হতাশার কারণ হতে পারে। তাই, কালার নিয়ে যেকোন সিদ্বান্ত নেয়ার জন্য ব্যক্তির পাশাপাশি একটি প্রুভেন সিস্টেম এবং ম্যানেজমেন্ট এর প্রয়োজন।

উদাহরণ স্বরূপ ছবিতে ৯টি কালােরের মধ্যকার টলারেন্স এক্সেপ্টেবল কিনা তা যাচাই করে কমেন্টস করুন এবং অন্যদের কমেন্টসগুলো দেখুন। ব্যক্তি নির্ভর সিদ্বান্ত নিলে কি পরিমান ভ্যারিয়েশন হতে পারে তা বুঝতে পারবেন।

Share:
Scroll to Top