H&M Color Guideline: Color Tolerance (Part-09)

আমরা যতই H &M এর কালার গাইডলাইন এর ভিতরে প্রবেশ করছি, ততই মনে হচ্ছে এই গাইডলাইন খুবই যত্নের সাথে কালার সাইন্সের থিওরি এবং প্রাকটিক্যাল নলেজ সম্পন্ন বিশেষ কোনো টিম দিয়ে প্রস্তুত করা। অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি ছোট ছোট বিষয় এখানে বিশ্লেষণ করা হয়েছে যা আমরা পর্যায়ক্রমে আমাদের অডিয়েন্সের জন্য সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি।

H &M গ্রূপের কালার পাসিং টলারেন্সে হল DE CMC <১.০। তবে স্পেশাল ব্র্যান্ড যেমন COS, ARKET ইত্যাদির জন্য এই টলারেন্স হল DE CMC <০.৮।

মজার বিষয় হল শুধুমাত্র DE CMC টলারেন্সের মধ্যে থাকলেও একটি কালার পাশ দেয়া যাবে না, যদি না সেটা কোয়াড্রেন্ট ফেল করে। এর ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে এই কোয়াড্রেন্ট কি?

LAB কালার স্পেসের AB ডায়াগ্রামকে চারটি ভাগে ভাগ করা যায়। এর প্রতিটিকে এক একটি কোয়াড্রেন্ট বলে। প্রথম কোয়াড্রেন্ট হলো Red Yellow zone , ২য় টি হলো Green Yellow zone , ৩য় হলো Green Blue zone এবং ৪র্থ টি হলো Red Blue zone .

H &M এর গাইডলাইন অনুযায়ী একটি স্ট্যান্ডার্ড এর তুলনায় ল্যাব ডিপ এবং বাল্ক এর ব্যাচ গুলো যে কোন একটি নির্দিষ্ট কোয়াড্রেন্ট এ থাকতে হবে। যদি কোন ব্যাচ এর DE CMC এনেক ভালো থাকে কিন্তু ল্যাব ডিপ এবং অন্যান্য ব্যাচ এর তুলনায় ভিন্ন কোয়াড্রেন্ট এ অবস্থান করে, তবে সেই ব্যাচ NOT OK হবে।

এই সিরিজের আগের পোস্টগুলো দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

Part -01: https://colorscienceacademy.com/post-hm-color-coding-system/

Part-02: https://colorscienceacademy.com/hm-color-guideline-production-color-standard/

Part-03: https://colorscienceacademy.com/hm-color-guideline-farnsworth-munsell-100-hue-test/

Part-04: https://colorscienceacademy.com/hm-color-guideline-light-box-part-04/

Part-05: https://colorscienceacademy.com/hm-color-guideline-standard-light-source-their-requirements/

Part-06: https://colorscienceacademy.com/hm-color-guideline-spectrophotometer/

Part-07: https://colorscienceacademy.com/hm-color-guideline-lab-dip-bulk-submission-process-part-07/

Part-08: https://colorscienceacademy.com/hm_color_guidelines_sample_preparation/

Share:
Scroll to Top