H&M Color Guideline: Lab Dip & Bulk Submission Process (Part-07)

🎨Lab Dip : H &M গ্রূপের ল্যাব ডিপ সাবমিশন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হয়। 

১. H &M গ্রূপ এর ল্যাব ডিপ সাবমিশান ফর্ম এ ল্যাব ডিপ সাবমিট করতে হবে

২. ল্যাব ডিপ এর ফেব্রিক সাইজ হবে ৪ X ১০ cm

৩. বাল্ক ডাইং এর মেথড অনুসরণ করে ল্যাব ডিপ ডাইং করতে হবে।

৪. ল্যাব ডিপ এর কালার গুলো প্রথমে সাফ্লাইয়ারের দ্বারা চেক করতে হবে।

৫. শুধুমাত্র সবচেয়ে ভালো ম্যাচিং শেড ল্যাব ডিপ এর জন্য সিলেকশন করতে হবে।

৬. সর্বোচ্চ তিনটি অপশান এ ল্যাব ডিপ সাবমিট করতে হবে।

৭. স্পেকট্রোফটোমিটার এর কালার রিপোর্ট সাথে এড করতে হবে।

 

🎨Yarn, Hand Loom , Garment Dyed, Wash Effect :

১. Yarn dyed জার্সি কিংবা হেভি নিটিং এর কালারের জন্য Dyed Yarn সাবমিট করা যেতে পারে, তবে স্যাম্পল sock মেশিনে নিটিং করে ল্যাব ডিপ সাবমিট করা উত্তম।

২. প্রিন্টিং এবং এম্ব্রোয়ডারী এর ক্ষত্রে ব্যাকগ্রাউন্ড কালার ঠিক রেখে তারপর সাবমিট করতে হবে।

৩. ওভেন স্ট্রাইপ কিংবা চেক কালারের ক্ষেত্রে, উইভিং করে ল্যাব সাবমিট করতে হবে। ৪. গার্মেন্টস ডাইং কিংবা ওয়াশ এফেক্ট এর ক্ষেত্রে, কেয়েকটি শেড রেঞ্জ করে ল্যাব সাবমিট করতে হবে।

🎨Trims:

১. Threads, buttons, badges, zippers, interlinings, drawstrings, stoppers ইত্যাদি যত ধরণের ট্রিমিং আছে, সবগুলো দিয়ে trims card তৈরী করে ল্যাব ডিপ পাঠাতে হবে। 🎨Counter & 1st bulk sample: ১. বাল্ক কাটিং H &M গ্রূপ এর বাল্ক সাবমিশান ফর্ম এ বাল্ক সাবমিট করতে হবে।

২. ফেব্রিকের ক্ষেত্রে অবশ্যই Face side, wales , pile ইত্যাদি উপরে রেখে বাল্ক সাবমিট করতে হবে।

৩. ফেব্রিক এর এলাইনমেন্ট ভার্টিকাল রাখতে হবে।

৪. ল্যাব ডিপের সাথে বাল্ক ভালোভাবে ম্যাচিং করে সাবমিট করতে হবে।

৫. বাল্ক সাবমিটের জন্য ফেব্রিকের সাইজ হবে ১০ X ১০ cm ৬. বাল্ক সাবমিটের সাথে স্পেক্ট্রোফটোমিটার এর রিপোর্ট এড করতে হবে।

এই সিরিজের আগের পোস্টগুলো দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

Part -01: https://colorscienceacademy.com/post-hm-color-coding-system/

Part-02: https://colorscienceacademy.com/hm-color-guideline-production-color-standard/

Part-03: https://colorscienceacademy.com/hm-color-guideline-farnsworth-munsell-100-hue-test/

Part-04: https://colorscienceacademy.com/hm-color-guideline-light-box-part-04/

Part-05: https://colorscienceacademy.com/hm-color-guideline-standard-light-source-their-requirements/

Part-06: https://colorscienceacademy.com/hm-color-guideline-spectrophotometer/

Share:
Scroll to Top