Reducing Color Lab Dip Rejection: Buyer Assessment (Part-10)

কালার কিংবা ল্যাব ডিপ রিজেকশন কমানোর জন্য কয়েকটি টিপস ফলো করতে পারেন।🚫🎨 (পর্ব-১০: বায়ার এসেসমেন্ট বা ম্যাচিং লিমিটেশন)💪✅
যখন কোনো বায়ার বা কাস্টমার কালার এসেসমেন্ট করে এবং যদি কোন কালার রিজেক্ট করে, তবে শুধুমাত্র আমরা সফ্লাইয়ারের সক্ষমতা নিয়ে প্রশ্ন করি। কিন্তু, কালার এসেসমেন্ট এর ফান্ডামেন্টাল নলেজ না থাকার কারণে অনেকসময় কালার এপ্রুভাল দেয়ার সময় বায়ারের QC কর্তৃক মেজর মিসটেক হতে পারে। যেমন: ওকে কালার রিজেক্ট করা হয় কিংবা রিজেক্ট কালার অ্যাপ্রুভ দেয়া হয়।
আজ আমরা বায়ারের এসেসমেন্ট লিমিটেশন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।
১. দীর্ঘদিন লাইটবক্সের লাইটগুলো ক্যালিব্রেশন করা হয় না। প্রতি ৩ মাস পর পর লাইট সোর্সের লাক্স মেপে ক্যালিব্রেশন করা জরুরি। যেমন: 2000 লাক্স স্ট্যান্ডার্ড হলেও দীর্ঘদিন ব্যবহারের পর লাক্স অনেক কমে যেতে পারে।
২. লাইটবক্সের লাইটগুলোর কালার টেম্পারেচার এর একুরিসি ঠিক নেই। যেমন: কালার টেম্পারেচার 6500 কেলভিন স্ট্যান্ডার্ড থাকলেও বাস্তবে 6300-6600 পর্যন্ত পাওয়া যেতে পারে।
৩. কালার এপ্রুভাল দেয়ার জন্য সকলেরই প্রথম পছন্দ নিজের ডেস্ক কিংবা টেবিল। অথচ, এখানে LED, CFL, ডে-লাইট সহ বিভিন্ন ডেকরেটিভ লাইটের মিশ্রণ থাকতে পারে। যা কিনা কালার এসেসমেন্ট এর জন্য স্ট্যান্ডার্ড ভায়োলেশন করে।
৪. যে স্ট্যান্ডার্ড বা swatch এর সাথে কালার ম্যাচিং করা হচ্ছে, এর ম্যাটেরিয়ালস, কনস্ট্রাকশন, ফাইবার টাইপ ইত্যাদি বিষয় প্রোপার কালার ম্যাচিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই লিমিটেশন এর ব্যাপারে সচেতন থাকা জরুরি। যেমন: লেদার এর সাথে ফেব্রিক, পলিয়েস্টার এর সাথে কটন ইত্যাদি
৫. কখনও কখনও হিউম্যান অবজারভার লিমিটেশন এর কারণে কালার বার বার রিজেক্ট হতে পারে। যেমন: কোন একজন নির্দিষ্ট ব্যক্তির কোন একটি নির্দিষ্ট গ্রুপ অফ কালারের প্রতি স্ট্রং কিংবা উইক পর্সেপটিবিলিটি থাকার কারণে একটি নির্দিষ্ট প্যাটার্নে কালার বার বার রিজেক্ট হয়।
মনে রাখতে হবে, কালার একটি পর্সিবিলিটি ইস্যু, এটা অসংখ্য ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়। তাই, কোন কালার রিজেক্ট কিংবা অ্যাপ্রুভ করার পূর্বে সঠিক কলার নলেজ থাকাটা জরুরি।
এই সিরিজের পূর্বের পোস্টগুলো লিংক দেওয়া হল:

Part-01: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-light/

Part-02: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-object/

Part-03: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-observer/

Part-04: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-metamerism-part-04/

Part-05: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-cmc-report-part-05/

Part-06: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-cmc-acceptable-limit-part-06/

Part-07: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-delta-value-comparion-part-07/

Part-08: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-dh-importance-part-08/

Part-09: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-color-space-part-09/

Share:
Scroll to Top