ল্যাব ডিপ রিজেক্ট হওয়ার কারণ হিসাবে আমরা আগের পর্বগুলোতে ম্যানুয়াল বা হিউম্যান এর ভূমিকা গুলো নিয়ে আলোচনা করেছি।
আজ আমরা ডিজিটাল কালার রিপোর্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ডিজিটাল কালার রিপোর্ট বলতে সাধারণত একটি স্পেক্ট্রোফটোমিটার এর মাধ্যমে কালার মিজার্মেন্ট করে স্ট্যান্ডার্ড এবং স্যাম্পল কালারের মধ্যকার পার্থক্যকে নিউম্যারিক ভ্যালুতে রিপোর্টের মাধ্যমে প্রকাশ করাকে বুঝায়। আমাদের দেশে এই রিপোর্টকে এককথায় CMC রিপোর্ট বলা হয়।
আপনি যদি ল্যাব ডিপ রিজেক্ট বন্ধ করতে চান, তবে আপনাকে ম্যানুয়াল শেড ডিসিশন নেয়ার পাশাপাশি সিএমসি রিপোর্ট এর হেল্প নিতে হবে। এক্ষেত্রে CMC রিপোর্ট এর ভ্যালুগুলো আপনার এসেসমেন্ট করার দক্ষতাকে আরও নিখুঁত করবে।
এবার চলুন CMC রিপোর্টের ভেলুগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
DL: একটি স্যাম্পল, স্ট্যান্ডার্ড এর চেয়ে কতটুকু Lighter বা Darker তা DL দ্বারা প্রকাশ করা হয়। DL এর মান (-) হলে স্ট্যান্ডার্ড এর চেয়ে স্যাম্পল Darker হবে এবং DL এর মান (+) হলে স্যাম্পল Lighter হবে।
Da: একটি স্যাম্পল, স্ট্যান্ডার্ড এর চেয়ে কতটুকু Redder কিংবা Greener তা Da দ্বারা প্রকাশ করা হয়। Da এর মান (-) হলে স্ট্যান্ডার্ড এর চেয়ে স্যাম্পল Greener হবে এবং Da এর মান (+) হলে স্যাম্পল Redder হবে।
Db: একটি স্যাম্পল, স্ট্যান্ডার্ড এর চেয়ে কতটুকু Yellower অথবা Bluer তা Db দ্বারা প্রকাশ করা হয়। Db এর মান (-) হলে স্ট্যান্ডার্ড এর চেয়ে স্যাম্পল Bluer হবে এবং Db এর মান (+) হলে স্যাম্পল Yellower হবে।
DC: একটি স্যাম্পল, স্ট্যান্ডার্ড এর চেয়ে কতটুকু Brighter কিংবা Duller তা DC দ্বারা প্রকাশ করা হয়। DC এর মান (-) হলে স্ট্যান্ডার্ড এর চেয়ে স্যাম্পল Duller হবে এবং DC এর মান (+) হলে স্যাম্পল Brighter হবে।
DH: DH বুঝতে পারাটা কিছুটা ট্রিকি। তবে, সহজভাবে বলতে গেলে, Da এবং Db এই দুটি ভ্যালু থেকে DH জেনারেটেড হয়। যা কিনা হিউ বা টোন বুঝতে সাহায্য করে।
CMC DE: এটি হলো দুটি কালারের মধ্যকার সম্পূর্ন কালার ডিসটেন্স। DL, Da, Db বা DL, DC, DH, ইত্যাদি আলাদা আলাদা ভ্যালু ক্যালকুলেশন করে CMC DE বের করা হয়।
সাধারণত টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে CMC DE <1.0, এবং DH < 0.7 হলেই একটি কালার আপনি চোখ বন্ধ করে পাশ দিতে পারবেন। কারণ এতটুকু ডিফারেন্স খালি চোখে আইডেন্টিফাই করা খুবই কঠিন।
এই সিরিজের পূর্বের পোস্টগুলো লিংক দেওয়া হল:
Part-01: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-light/
Part-02: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-object/
Part-03: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-observer/
Part-04: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-metamerism-part-04/