🔦🌈 যদিও আমাদের মধ্যে অনেকেই এখনো ডেস্ক এ বসে কিংবা জানালার পাশে দিনের আলোয় কালার দেখি, H &M গ্রূপের সকল কালার Light Box এ দেখা বাধ্যতামূলক। শুধু Light Box হলেই হবে না, Verivide ব্র্যান্ড এর Light Box এ হতে হবে যা কিনা H &M গ্রূপের সকল রিকোয়ারমেন্ট Fulfill করে।
H &M গ্রূপ ২০২৫ সালের মধ্যে সকল শোরুম থেকে HID লাইট পরিবর্তন করে LED লাইট সেটাপ করবে। LED লাইট এর অনেকগুলো ভ্যারিয়েশন এর মধ্যে L৩১-৯ ভ্যারিয়েশন টা ব্যবহার করা হবে। Verivide ব্র্যান্ড এর Light Box এর লেটেস্ট মডেলে এই লাইট সোর্স দেয়া থাকবে।
Light Box ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ টিপস:
১. Light Box এর ভিতেরের সাইডে Munsell N7, N5, অথবা Grey 5574 পেইন্ট করা থাকতে হবে।
২. Light Box কোন ডার্ক রুমে রাখতে হবে যেখানে অন্য কোন লাইটের আলো প্রবেশ কিংবা মিক্স করতে না পারে।
৩. Light Box পরিস্কার পরিছন্ন রাখতে হবে।
৪. ৬০ cm X ৪৫ cm Light Box এর জন্য ৪০ W এর ক্ষমতাসম্পন্ন টিউব ২টি এবং লাইট বাল্ব ৪টি ব্যবহার করতে হবে।
৫. প্রতি ২০০০ ঘন্টা / ১২ মাস / নির্দিষ্ট পরিমান থেকে ও কম লাক্স হলে লাইট সোর্স পরিবর্তন করতে হবে।
Part -01: https://colorscienceacademy.com/post-hm-color-coding-system/
Part-02: https://colorscienceacademy.com/hm-color-guideline-production-color-standard/
Part-03: https://colorscienceacademy.com/hm-color-guideline-farnsworth-munsell-100-hue-test/