𝐇&𝐌 𝐂𝐨𝐥𝐨𝐫 𝐆𝐮𝐢𝐝𝐞𝐥𝐢𝐧𝐞𝐬: 𝐈𝐧𝐬𝐭𝐫𝐮𝐦𝐞𝐧𝐭𝐚𝐥 𝐂𝐨𝐥𝐨𝐫 𝐄𝐯𝐚𝐥𝐮𝐚𝐭𝐢𝐨𝐧 (𝐋𝐚𝐬𝐭 𝐏𝐚𝐫𝐭–𝟏𝟑 )🎨
আমরা দেখতে দেখতে H &M কালার গাইডলাইন এর শেষ পর্যায়ে চলে এসেছি। এই গাইডলাইন মূলত H &M এর হলেও, কালার প্রফেশনাল দেড় জন্য একটি স্ট্যান্ডার্ড গাইডলাইন হিসাবে কাজ করবে।
আজ আমরা স্পেক্ট্রোফোটমিটার দ্বারা কালার মেজারমেন্ট করার স্ট্যান্ডার্ড প্র্যাক্টিস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।
স্যাম্পল প্রিপারেশন:
১. মেজারমেন্ট করার সময় স্যাম্পলকে কয়েকটি ভাঁজে ভাজ করতে হবে যাতে এর মধ্যে দিয়ে কোনো আলো pass না হয়।
২. স্যাম্পল এ কোনো প্রকার ধুলা বালি , কালার কন্টামিনেশন রাখা যাবে না।
৩. স্যাম্পল এ কোনো প্রকার ভাঁজ এর দাগ (crease mark) থাকা যাবে না।
মেজারমেন্ট এঙ্গেল:
১. প্লেইন ফেব্রিক্স ০° এবং ৯০° এঙ্গেলে কমপক্ষে দুইবার মেজারমেন্ট করতে হবে।
২. ডিরেকশনাল ফেব্রিক যেমন টুইল, রিব ইত্যাদির জন্য ০°, ৯০°, ১৮০° এবং ২৭০° এঙ্গেলে ৪ বার মেজারমেন্ট করতে হবে।
CMC কালার ডিফারেন্স টলারেন্স :
১. ল্যাব ডিপ এর ক্ষেত্রে সাধারণ ব্র্যান্ড এর জন্য CMC DE<১.০ এবং প্রিমিয়াম ব্র্যান্ড এর জন্য CMC DE <০.৮ রাখতে হবে।
২. প্রোডাকশনের ক্ষেত্রেও সাধারণ ব্র্যান্ড এর জন্য CMC DE<১.০ এবং প্রিমিয়াম ব্র্যান্ড এর জন্য CMC DE <০.৮ রাখতে হবে।
মেটামেরিজম: স্ট্যান্ডার্ড এর সাথে স্যাম্পল এর কোনো মেটামেরিজম রাখা যাবে না। যদিও মেটামেরিসম ০ রাখা কোনো ভাবেই সম্ভব নয়। তবুও, চেষ্টা করতে হবে যাতে করে H &M এর ক স্ট্যান্ডার্ড লাইট সোর্স গুলোতে মিনিমাম মেটামেরিজম থাকে। আমাদের সাজেশন অনুযায়ী M.I <০.৫ থাকলেই একসেপ্ট করা যেতে পারে।
কোয়ারডেন্ট মেনটেইন: সকল প্রোডাকশনের ব্যাচ এর ক্ষেত্রে অবশই একই কোয়ারডেন্টএ কালার পাশ দিতে হবে।
Part -01: https://colorscienceacademy.com/post-hm-color-coding-system/
Part-02: https://colorscienceacademy.com/hm-color-guideline-production-color-standard/
Part-03: https://colorscienceacademy.com/hm-color-guideline-farnsworth-munsell-100-hue-test/
Part-04: https://colorscienceacademy.com/hm-color-guideline-light-box-part-04/
Part-05: https://colorscienceacademy.com/hm-color-guideline-standard-light-source-their-requirements/
Part-06: https://colorscienceacademy.com/hm-color-guideline-spectrophotometer/
Part-07: https://colorscienceacademy.com/hm-color-guideline-lab-dip-bulk-submission-process-part-07/
Part-08: https://colorscienceacademy.com/hm_color_guidelines_sample_preparation/
Part-09: https://colorscienceacademy.com/hm-color-guideline-color-tolerance/
Part-10: https://colorscienceacademy.com/hm-color-guidelines-color-communication/