CMC DE Acceptable Limit: ডিজিটাল পদ্ধতিতে একটি কালার পাশ দেয়ার জন্য CMC acceptable লিমিট নির্ধারণ করা জরুরি। অর্থাৎ, একটি কালার পাশ দেয়ার জন্য স্ট্যান্ডার্ড এবং স্যাম্পল এর কালার ডিসটেন্স CMC DE ভ্যালু সর্বোচ্চ কত পর্যন্ত একসেপ্ট করা হবে তাই হল CMC acceptable লিমিট।
এই লিমিট, ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন প্লাস্টিক ইন্ডাস্ট্রি, কোটিং বা পেইন্টিং ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, কসমেটিক ইন্ডাস্ট্রি ইত্যাদি ইন্ডাস্ট্রি ভেদে CMC DE acceptable লিমিট 0.5-5.0 পর্যন্ত হতে পারে ।
তবে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে CMC DE লিমিট 1.0 পর্যন্ত একসেপ্ট করা হয়। সাধারণত, CMC DE 1.0 এর কম হলে দুটি কালারের মধ্যকার ডিসটেন্স খালি চোখে খুব একটা বুঝা যায় না।
এই সিরিজের পূর্বের পোস্টগুলো লিংক দেওয়া হল:
Part-01: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-light/
Part-02: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-object/
Part-03: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-observer/
Part-04: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-metamerism-part-04/
Part-05: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-cmc-report-part-05/