Reducing Color Lab Dip Rejection: Object (Part-02)

একটি কালার সঠিক ভাবে এভালুয়েশন করার জন্য অবজেক্ট কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ। অবজেক্ট এর ব্যাপারে সতর্ক থাকলে অনেক ক্ষেত্রে ল্যাব ডিপ রিজেকশন করা যায়।

১. ষ্ট্যাণ্ডার্ড এবং ল্যাব ডিপ অবজেক্ট এর Construction একই রাখুন। (যেমনঃ ষ্ট্যাণ্ডার্ড যদি ১৪০ GSM Single Jersey ফেব্রিক হয় তবে ল্যাব ডিপও সেইম ফেব্রিক রাখুন)

২. খুব পাতলা ফেব্রিক হলে (যার মধ্যে দিয়ে আলো পাস হয়) কয়েকটি ভাঁজ করে তারপর কালার দেখুন।

৩. কালার দেখার সময় ফেব্রিক বা ইয়ার্ন এর স্যাম্পল allignment একই দিকে রাখুন।

৪. স্যাম্পল এর সারফেস মসৃণ না হলে আলোর রিফ্লেকশান সঠিক ভাবে হয় না যা কালার দেখার সময় এফেক্ট করে। বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

৫. ব্রাশ করা সহ ফ্লুরোসেন্ট কালার দেখার সময় চকচকে ভাব (Glossy ) avoid করতে হবে।

৬. পাশ থেকে কোন সহকারীর কমেন্ট করা থেকে বিরত রাখবেন। যিনি ডিরেক্ট চোখের সামনে রেখে কালার দেখছেন শুধুমাত্র তার কমেন্ট বিবেচনায় রাখতে হবে।

৭. পেপার, থ্রেড, বাটন, লেদার, মেটাল, প্ল্যাস্টিক ইত্যাদি ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালস এর সাথে কালার ম্যাচ করা সহজ নয়। তবে চেষ্টা করতে হবে এগুলোর অ্যাপ্লিকেশান কন্সিডার করে ম্যাচিং করা। তবে সবাইকে এর লিমিটেশন মেনে নিতে হবে।

এই সিরিজের পূর্বের পোস্টগুলো লিংক দেওয়া হল:

প্রথম পর্ব: https://colorscienceacademy.com/reducing-color-lab-dip-rejection-light/

Share:
Scroll to Top